দুই বান্ধবী এক সাথে কীটনাশক বিষপানে এক জনের মৃত্যু ঘটেছে। অপর বান্ধবী গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত যুবতীর নাম রিনা চাকমা(২০)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় প্লাটের একটি কক্ষে ভাড়া কক্ষে বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার কন্যা রীনা চাকমা ও বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের মৃত রাজেশ্বর চাকমা কন্যা বৈশাথী চাকমা এক সাথে কীটনাশক বিষ পান(ডকোমিন) করে। এতে পাশের একটি কক্ষে থাকা বান্ধবীকে বৈশাখী চাকমা জানায় রীনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। এক পর্যায়ে বাড়ীর মালিককে জানানোর পর ওই কক্ষে গিয়ে দেখতে পায় দুজনের বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে ও কক্ষে বিষের গন্ধ। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে রীনার অবস্থা অবনতি হওয়ায় শনিবার সকালের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসপাতালে পাঠানো হলে পথিমধ্য মরা যায় সে। অপর গুরুত্বর অসুস্থ অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী চাকমারও শারীরিক অবস্থা অবনতি হলে শনিবার বিকালের দিকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়েছে। তবে কি কারণে দুই বান্ধবী এক সাথে কীটশশক বিষ পান করে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে তার বিস্তারিত কিছুই জানা সম্ভব হয়নি। গুরুত্বর অসুস্থ বৈশাখী চাকমার স্বজন নীহারিকা চাকমা জানিয়েছেন বৈশাখী একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করবে শুক্রবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর চৌধুরী বলেন, শুক্রবার রাতে বিষ খেয়ে গুরুত্বর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রীনাকে শনিবার সকালের দিকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথের মধ্যে মারা গেছে। চিকিৎসাধীন বৈশাখী চাকমাকেও বিকালের দিকে আশংকজনক অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.