রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম

Published: 02 Sep 2025   Tuesday   

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙামাটি শাখার মঙ্গলবার সপ্তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সমীর কান্তি দে`কে সভাপতি, অনুপম বড়ুয়া শংকর`কে সাধারণ সম্পাদক এবং এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত  করেছে ১১ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টায় জেলা শহরের নিউ কোর্টবিল্ডিং এলাকার রাঙাশ্রী কমিউনিটি হলরুমে সিপিবির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিপিবি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, সদস্য কমল বিকাশ দে, সদস্য ও শ্রমিক সংগঠক খুরশিদ আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর। শেষে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এতে আবারও সমীর কান্তি দে`কে সভাপতি, অনুপম বড়ুয়া শংকর`কে সাধারণ সম্পাদক ও এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর।

সন্মেলনে বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও নব্যফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ক্রমাগত কট্টর দক্ষিণপন্থীদের আস্ফালনে দেশে মানুষ, নারী-শিশুরা নিরাপদে রাস্তায় বের হতে সাহস পাচ্ছেন না। দেশে নির্বাচনের পরিবেশ নেই; এমন অজুহাত জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ থাকলেও সেটি বিলম্বিত করছে ইন্টেরিম সরকার। কয়েকটি সংস্কার কমিশন করা হলেও দেশের সংস্কার দৃশ্যমানের উদ্যোগ নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত