শনিবার খাগড়াছড়িস্থ জেলাসদরের ‘শ্রী শ্রী শংকর মঠ পার্থসারথী আশ্রম’ বার্ষিক ধর্মসভা ও গীতাযজ্ঞের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ বম্ম্রচারী মহারাজ। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরমেয়র মোঃ রফিকুল আলম, বিশিষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, এড. আশুতোষ চাকমা, বিশিষ্ঠ সমাজসেবী নির্মল কান্তি দেব, সমাজকমৃী আশীষ ভট্টাচার্য্য, মন্দিরের সভাপতি শিবু কান্তি দেব, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নীলোৎপল খীসা এবং ব্যবসায়ী সুদর্শন দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ বম্ম্রচারী মহারাজ নেপালসহ বিশ্বশান্তির একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, ক্রিকেট বিশ্বে সুখ্যাতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টার সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শামিল হবারও অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.