ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান

Published: 11 Sep 2025   Thursday   

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক(জিএস) এসএম ফরহাদ রাঙামাটির একজন আলোকিত সন্তান। তিনি লংগদু উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার ফোরকান আহমদের সন্তান।

জানা গেছে, ঢাকসুর নব নির্বাচিত জিএস ফরহাদ লংগদু উপজেলার দুর্গম মাইনিমুখ ইউনিয়নের ছেলেবেলা বেড়ে উঠা। ২০১৫ সালে মাইনীর গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর চট্টগ্রামের বায়তুশ শরফ মাদরাসা থেকে আলিম পাস করেন তিনি। পরবতীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ফরহাদের মায়ের নাম উম্মে হাবিবা।
ফরহাদের ঢাকসুর জিএস হওয়ায় বাবা ফোরকান আহমদের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, তার ছেলে ডাকসুর জিএস হওয়ার পেছনে পারিবারিক কৃতিত্ব নেই, এটি আল্লাহের স্পেশাল আল্লাহের রহমত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাথীদের আন্তরিক সহযোগিতায় সে জিএস নির্বাচিত হয়েছে। এ বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের বিজয়। সুখরিয়া আদায় করছি আল্লাতালা যেনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সমস্ত কিছু দাবী-দাওয়া ও আশা পূরণে তার ছেলে যথেষ্ট ভূমিকা রাখতে পারে তা আল্লাহ কাছে দোয়া কামনা করছি।
তিনি আরো বলেন, পাহাড় সমতল ভাববার কোন সুযোগ নেই। আল্লাতালা চাইলে দুগর্ম এলাকার মানুষ হলেও অনেক কিছু করতে পারে। ঢাকসুতে আমাদের রাঙামাটির ছেলে সর্বমিত্র চাকমাও রয়েছে। আমরা সবাই মানুষ এবং মানুষ হিসেবে সবাই সবাইয়ের জন্য।
ফরহাদের বাবা বলেন, ফরহাদ ছোট বেলা থেকে শান্তশিষ্ট ও মেধাবী ছাত্র ছিল। সে সব সময় নিরিবিলিতে থাকতো। তবে ছোট বেলাকার স্পেশাল কোন বন্ধু আসে কিনা জানি না। তবে তার ক্লাশের অনেক সহপাঠী ছিল। তবে ফরহাদের ছোট বেলার সময় তিনি দায়িত্ব পালন করতে গিয়ে ছেলের কাছ থেকে একটু দুরে থেকেছেন। বন্ধুদের সাথে ঘুরাফেরা করতে তার চোখে পড়েনি। তবে সে সব সময় পড়াশুনা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত