দুদকের রাঙামাটি জেলা পরিষদে অভিযান

Published: 17 Sep 2025   Wednesday   

জেলা পরিষদের কর্মকর্তাদের অনুপস্থিত, টেন্ডার বানিজ্য, পদায়নে ঘুষ গ্রহণ, বিভিন্ন প্রকল্পে অনিয়ামসহ বিভিন্ন অভিযোগে বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক)  রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে।

দুদক রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে বু এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান মূখ্য নির্বাহী নির্বাহী প্রকৌশলী কেউ পরিষদে উপস্থিত ছিলেন না।

জেলা পরিষদের কর্মকর্তারা জানান, জেলা পরিষদের গুরুত্বপুর্ণ কর্মকর্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের কাজে ঢাকায় অবস্থান করছেন।

দুদক রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম বলেন সুনিদির্ষ্ট অভিযোগ পেয়ে তারা ঢাকা থেকে নির্দেশনা পেয়ে এ অভিযান পরিচালনা করেছেন। জেলা পরিষদ থেকে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করলে বিস্তারিত জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত