সাজেকে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও আহত ১১

Published: 17 Sep 2025   Wednesday   

রাঙামাটির সাজেক পর্যটনে যাওয়ার পথে বুধবার দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকী নিহত ও  অপর ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। 

জানা যায়, খাগড়াছড়ি জেলা শহর থেকে বুধবার সাড়ের ১০টার দিকে পর্যটকবাহী ১০ থেকে ১৩ জনের একটি চান্দের (জীপ) গাড়ীযোগে সাজেক পর্যটন কেন্দ্রে উদ্দেশ্য রওনা দেয়। দুপুর দেড়টার দিকে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রের পাহাড়ে উঠার সময় হাউজ পাড়া নামক স্থানে পৌছলে চালক জীপ গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি  প্রায় দেড়শত ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকী । আহত হন অন্ততপক্ষে ১১ জন শিক্ষার্থী।  ঘটনার পর পর স্থাণীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে দীঘিনালা ও খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়।  

সূত্র আরো জানায়,গেল ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে রওনা হন। এই দলে ৩৮ জন শিক্ষার্থী, বিভাগের প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। আহত শিক্ষার্থীদের খোজ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ্টএকটি টিম খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা চাকমা জানান, খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে চান্দের গাড়ীটি নিয়ন্ত্রণ হারালে গভীর পড়ে গিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও ১০ থেকে ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ওসি কানন সরকার জানান, সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ^বিদ্যালয়ের এক ছাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত