রাঙামাটিতে রাজবন বিহারে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

Published: 19 Sep 2025   Friday   

দেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারে শুক্রবার মহাপুণ্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
রাজবন বিহারের দক্ষিণ মাঠে রাঙামাটি সদর উপজেলবাসীর ব্যানারে আয়োজিত এ মহাপুণ্যানুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ ভৃগু মহাস্থবিরসহ অন্য বৌদ্ধ ভিক্ষুরা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ বিহার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ মহাপুণ্যানুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, মহাসংঘদান, বুদ্ধমুর্তিদান, অষ্টপরিস্কারদান, হাজারবাতি দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিদ দান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। অনুষ্ঠানে বিশ^ শান্তি কামনাসহ সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের ও সর্বজীবের হিত-মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত