খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেনী পড়ুয়া জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতি হয়েছে। বুধবার বিকালে ও হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার উদ্যোগের এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হয়।
জেলা শিল্পকলাডেমীর পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি সুমন চাকমা। অন্যান্যর মধ্য বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রোমেন চাকমা, হিল উইমেন্স ফেডারশেনর কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক চন্দ্রিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সাধারন সম্পাদক এলি চাকমা, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরামের সভাপতি জয় ত্রিপুরাসহ অন্যরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল জিমনেসিয়াম চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় ঘুরে গিয়ে জেলা শিল্পকলা একাডেমীর পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক মাসে তিন পার্বত্য জেলায় পাঁচটিরও অধিক ধর্ষন ও ধর্ষনের পর হত্যা ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি ও ঘটনার শিকার পরিবার কোন বিচার পায়নি। ধর্ষকদের উপযুক্ত শাস্তি না দেওয়ায় এ ধর্ষনের ঘটনা বার বার ঘটছে। তাই আজকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী নারীদের ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। আগামীতে ধর্ষকদের যথাযথ শাস্তি দেওয়া না হলে এ ধরনের ধর্ষনের ঘটনায় ধর্ষকদের জনসাধারন আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনাসহ এ যাবৎ সকল ধর্ষনের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.