পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Published: 26 Sep 2025   Friday   

শুক্রবার থেকে মাসব্যাপী রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আয়োজিত এ টুর্নামেন্টটি হলো ফুটবলের সবচেয়ে বড় আসর।
উদ্বোধনী বক্তব্য চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন,ইদানিংকালে খাগড়াছড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একটি নাবালক শিশুর ধর্ষনের শিকার হয়েছে। দুর্ভাগ্যবশত পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা অসংখ্যবার ঘটে যাচ্ছে। তবে কোন সরকারই মননশীলতা নিয়ে এ ধর্ষন প্রতিরোধে ও ধর্ষকদের আইনের আওতায় আনার জন্য যুবক-যুবতীদের রক্ষা কোন উদ্যোগ নেয়নি। এ ধর্ষনের ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে মানুষ উদবিঘ্ন ও রাগাম্বিত হবে। তিনি ধর্ষনকারীদের আইনের আওতায় আনার ও ভবিষ্যতে এ ধরনের ধর্ষনের ঘটনা না ঘটে, যৌন হয়রানি না হয় তার যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।


শুক্রবার বিকাল ৩টায় শহরের রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাস ব্যাপী তৃতীয় বারের মতো এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাউপ্রু মারমা মেরী, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক জুয়েল চাকমা। ড.রামেন্দু শেখর দেওয়ানের জীবনী পাঠ করে আশিকা চাকমা।

এর আগে মোনঘর শিশু সদনের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করে চাকমা রাজা দেবাশীষ রায়। টুর্নামেন্টে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে ২৪টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি আদিবাসী ফুটবল টিম বনাম বরকল একাদশের মধ্য খেলায় ২-২ গোলে ড্র হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত