ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

Published: 01 Oct 2025   Wednesday   

ইউপিডিএফের অস্ত্রধারীদের শেষবারের মতে সর্তক করে দিয়ে রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন,অনেক হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে। আমরা যতদিন এ পার্বত্য চট্টগ্রামে রয়েছি রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে নিশ্চিত করতে চাই আপনাদের এ দেশ থেকে বিতাড়িত হতে হবে। যােেদর মদদে এ কাজ করছেন আপনাদের সে দেশে চলে যেতে হবে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের তবলছড়ির কালী মন্দিরে দুর্গা পূজার পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের রাঙামাটি রিজিয়নের কমান্ডার এ কথা বলেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় পূজা উদযাপন কমিটির নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক আরো বলেন, বাংলাদেশে একটি সংস্কৃতিতে সুরক্ষিত রয়েছে আমরা সবাই শান্তিপূর্নভাবে সহবস্থানে থাকতে পছন্দ করি সকল জাত, ধর্ম ও বর্ণ। আমাদের কোন ভেদাভেদ নেই। কিন্তু কিছু কচক্রী মহল আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যেটা হয়েছে সেটা বিশ্বাসের ফাটল তৈরী করেছে। তবে রাঙামাটিবাসীদের মাঝে কোন ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি। শান্তিপূর্নভাবে আমরা দুর্গাপূজা উদযাপন করতে পারছি। আশাকরি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে পারবো।
তিনি বলেন, এ পাহাড় আমাদের, বাংলাদেশ আমাদের সবার। তাই আমরা যদি শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি তাহলে ভালো কাজ করতে পারবো। শান্তি-শৃংখলা যদি বজায় থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়নমূলক কাজসহ অর্থনৈতিক কর্মকান্ড, ভালো শিক্ষা ব্যবস্থা ও পাহাড়ী মানুষের জন্য জীবনমান উন্নয়ন করতে পারবো। তবে আমাদের এক থাকা লাগবে। কুচক্রীমহল সব সময় আমাদের চেষ্টা কওে বিভেদ সৃষ্টি ও শান্তি-শৃংখলা নষ্ট করার জন্য। আশা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ তৈরী করে দিতে পারবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত