জুরাছড়ির জাপার সভাপতি ও সম্পাদকের পদত্যাগ

Published: 03 May 2015   Sunday   

বাংলাদেশ জাতীয় পার্টি জুরাছড়ি শাখার সভাপতি কৃষ্ণ মোহন চাকমা ও সাধারণ সম্পাদক রিকো চাকমা দল থেকে পদত্যাগ করেছেন। রোববার সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পদ ত্যাগের বিষয়টি জানিয়েছেন।

 

 বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ২০০৬ সালে থেকে দলে নিঃসার্ত ভাবে কাজ করছিলেন। অধ্যবধি ১০ বছরে জেলা ও কেন্দ্রিয় সংগঠনিক কোন সহযোগতা না পাওয়ায় তাঁরা দল থেকে পদত্যাগ করছেন। এছাড়া দলের নীতিনির্ধারণীদের বিশৃংখলা তাদের ক্ষিপ্ততা উল্লেখ করেন।

 

জাতীয় পাটি(জাপা) দায়িত্বশীল নেতারা জানান, কেন্দ্রিয় ও জেলায় বার বার সাংগঠনিক সহযোগীতার অনুরোধ করা হলেও এ যাবৎ কোন সুফল পাওয়া যায়নি। ফলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নের্তৃবৃন্দদের ভাঙ্গন দেখা দিয়েছে। দলের প্রতি বিশ্বাস ও আস্তা হারিয়ে গুরুত্ব পূর্ন অনেক নেতাকর্মী অন্য দলে যোগ দিয়েছে। ফলে সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের সংকট দেখা দিয়েছে।

 

মুঠোফোনে সংগঠনের উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ মোহন চাকমা বলেন, বর্তমানে তিনি কোন দলের সাথে একাত্মতা প্রকাশ কিংবা কোন দলে যোগ দেওয়ার বিষয়ে চিন্তা  করছেন না।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত