রাঙামাটি নানিয়ারচরের নৌকা ডুবি ঘটনায় নিখোজ ঘটনায় কলেজ ছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ শুক্রবার সকালের দিকে মহাজন পাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠেছে। এর আগে বৃহস্পতিবার অপর নিখোজ ডেনিজেন চাকমার মরদেহ নোয়াপাড়া এলাকায় ভেসে উঠেছিল।
জানা যায়, গেল মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলা সদরের জগনাথ মন্দির এলাকায় পূজামন্ডপে দূর্গা দেখা শেষে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে নানিয়ারচর উপজেলার ৩নং ওয়ার্ডের শনখোলা পাড়ায় বাড়ী ফিলছিল। এসময় আকস্মিক ঝড়ো বাতাসে কবলে পড়ে মহাজন পাড়া এলাকায় কাপ্তাই হ্রদেও পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় চার জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দীপেশ দেওয়ান(১৮) ও ডেনিজেন চাকমা(১৮) পানিতে ডুবে নিখোজ হন। স্থানীয়রা অনেক খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পাননি। পরদিন রাঙামাটি শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মহাজন পাড়াস্থ কাপ্তাই হ্রদের সম্ভাব্য স্থানে দুদিন খোজাখুজি করেও তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি। এর পর শুক্রবার সকাল ৮টার দিকে কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় কাপ্তাই হ্রদেও পানিতে ভেসে উঠে নিখোজ দীপেশ দেওয়ানের মরদেহ। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে ডেনিজেন চাকমার মরদেহ নোয়াপাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠেছিল। খবর পেয়ে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে।
সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবি ঘটনায় নিখোজ দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকা থেকে শুক্রবার সকালের দিকে ভেসে উঠার পর এলাকাবাসী উদ্ধার করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে অপর নিখোজ ডেনিজেন চাকমা মরদেহ নোয়া পাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠেছিল। দুজনই তার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শনখোলা পাড়ার বাসিন্দা। এর মধ্যে ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজের ছাত্র।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.