চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে, বিচার ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
জেলা প্রশাসনের কার্যালয়ের চত্বরের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সহসভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমূখ। মানববন্ধনে কর্মরত বিভিন্ন ইলেট্রনিক্স মিডিয়া, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। বক্তারা দ্রæত সময়ের মধ্যে এ ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.