দীঘিনালায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

Published: 03 May 2015   Sunday   

দীঘিনালা সাধনা টিলা বনবিহারে ধর্মী শোভা যাত্রাসহ বিভিন্ন ধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে  রোববার বুদ্ধ বৈশাখী পূর্ণিমা উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে দীঘিনালা বাবুছড়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাধনা টিলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ  ভিক্ষু। শোভাযাত্রাটি বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় শোভাযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

 

সাধনাটিলা বনবিহারে একটি বরমাগানা মন্দির (আর্শীবাদ প্রার্থনা মন্দির) উদ্ধোধন করেন বিহার অধ্যক্ষ বুদ্ধ বংশ ভিক্ষু। অনুষ্ঠানে বুদ্ধমর্তি দান, সংঘদান,অষ্ট পরিস্কার দান, পিন্ড দান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ^র ত্রিপুরা, এ্যাড আশুতোষ চাকমা, ও খোকনেশ^র ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত