রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা

Published: 17 Oct 2025   Friday   

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী আত্নহত্যা করেছেন। তার নাম আর্থি দেওয়ান তরামনি (১৮)। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

স্বজন ও পুলিশ জানায়, আর্থি দেওয়ান রাঙামাটির সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফলে তার  ক্যামেষ্ট্রি  বিষয়টি খারাপ হয়।  বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাঙামাটি শহরের দেবাশীষ নগরেরি একটি ভাড়া বাসায় রান্নাঘরে জানালা গ্রীলের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। পরে তার বান্ধবীরা জানতে পারলে পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ২টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার বাবার নাম রিপিট দেওয়ান। গ্রামের বাড়ী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শান্তিপুর এলাকায়। 

রাঙামাটি কতোয়ালী থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দীন জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত