রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় পাহাড় ধসে মাটি চাপায় জসিম উদ্দিন নামে এক জন শ্রমিকের মৃত্যু ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকার সোনাইছড়ি জামে মসজিদের পাশে ব্রিজে ব্লকে মাটি ভরাট করতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউপির সোনাইছড়ি পাড়া এলাকার ব্রিজে ব্লকে মাটি ভরাটের কাটছিল দুই শ্রমিক। এময় হঠাৎ পাহাড় ধসে গিয়ে মাটিতে চাপা পড়েন দুই শ্রমিক। স্থানীয়রা খ্বর পেয়ে তাদের উদ্ধার করে রাউজান জে,কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী সহকারী কমিশনার ভূমি আওয়ালীন খালেক জানান, খবর পাওয়া মাত্র কাউখালী থানার ওসি তদন্তকে সাথে নিয়ে ঘটনাস্থে গিয়েছি এবং পাহাড় কাটার সত্যতা পেয়েছি।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, বেতবুনিয়াতে একটি পাহাড় কাটতে গিয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন এটি একটা অপমৃত্যু মামলা হয়েছে।মৃতদেহটি ময়নাতদন্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.