রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার

Published: 26 Oct 2025   Sunday   

রাঙামাটির বিএফডিসির অবকাঠামোর বর্তমান বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মৎস্যসম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার সত্তে¡ও কাপ্তাই হ্রদের বিএফডিসির ল্যান্ডিং ষ্টেশন, মৎস্য প্রক্রিয়াজাত এলাকার অবস্থা খুবই খারাপ ও জরাজীর্ণ। এখানে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নেই। বিএফডিসিকে উন্নত করলে দেশের মৎস্য সম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে। তিনি কাপ্তাই হ্রদের মৎস্য আহরণে নিরাপত্তা, সংরক্ষণ ও আধুনিকায়নের ওপরও জোর দেন।
রোববার রাঙামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলা এময় এ কথা বলেন।
তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে রোববার দুপুরে উপদেষ্টা কাপ্তাই হ্রদে মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র, কাপ্তাই হ্রদের বিভিন্ন উপকেন্দ্র, মাছের অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও উপদেষ্টা মৎস্য অবতরণ ঘাটের সার্বিক কার্যক্রম ও সংরক্ষণের ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেনসহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, হ্রদের মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় করবেন উপদেষ্টা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত