বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও

Published: 28 Oct 2025   Tuesday   

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ডিপিও) মো: কোফিল উদ্দিন। তিনি যোগদান করার পর  এটাই প্রথম বিলাইছড়ি উপজেলায় পরিদর্শন করলেন।

পরিদর্সশনকালে তিনি সকালে উপজেলার  কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক) ও  বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এছাড়াও তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন পূর্বক উপজেলার প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়ার মান যাচাইও করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ইমরানুল ইসলাম মানিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, বিলাইছড়ি ইউ আরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ বকতেয়ার হোসেন, বিলাইছড়ি উপজেলা শিক্ষা  কর্মকর্তা নিরালা কান্তি চাকমা প্রমূখ। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত