খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

Published: 03 May 2015   Sunday   

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  রোববার খাগড়াছড়িতে বর্নাঢ্য  শোভাযাত্রা, আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

বুদ্ধ বৌদ্ধ পুর্ণিমা উপলক্ষে জেলার মহালছড়ি উপজেলার ডিগ্রি কলেজ এলাকা থেকে বণার্ঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক ধর্মীয় দেশনা সভার আয়োজন করা হয়। উপস্থিত পূণার্থীদের উদ্দ্যেশে ধর্মীয় দেশনা দেন বদানালা সাধনা বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ভদন্ত প্রজ্ঞাজ্যাতি স্থবির। এসময় মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, এডভোকেট সুপাল চাকমা এবং মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্তশীল দেওয়ান উপস্থিত ছিলেন।

 

এছাড়া জেলা শহরে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও ধর্ম দেশনার আয়োজন করা হয়। জেলার ছোট বড় সকল বৌদ্ধ বিহারে চলছে ধর্মীয় দেশনা এবং বিশেষ প্রার্থনা। সন্ধ্যার আকাশ প্রদীপ উড়ানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত