রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ছোট হরিণায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২৮ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠোনে প্রধান অতিথি ছিলেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার
কর্নেল আহসান হাবীব পিএসসি। এসময় ছোট হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী , মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান সহকারী পরিচালক কোয়াটার মাস্টার মাসুদ রানা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ছোট হরিণা জোনের অধীনস্থ এলাকার দুস্থ ও অসহায় লোকদের মাঝে গবাদি পশু, আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম ও বিভিন্ন মসজিদ, বিহারে অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সব সময়ই সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.