মেলায় বাঁশ ও বেতের নান্দনিক পণ্য, হস্তশির্প পণ্য, কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার, ঐতিহ্যবাহী পোশাক , আলংকারসহ কোমড় তাতের বস্ত্র, ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে। `সাবাংগী` চাকমা শব্দ। বাংলায় একে বলা হয় `এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী`।
কয়েকজন নারী জানান, নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও দেশকে এগিয়ে নেওয়া। নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারেন এই বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই হচ্ছে অন্যতম লক্ষ্য।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.