আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে

Published: 02 Dec 2025   Tuesday   

পাহাড়ের অশান্ত পরিস্থিতি দূর করতেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই হয়েছিল। কিন্তু সেই চুক্তি এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনো বৈষম্য ও অশান্ত পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি বলেন, পাহাড়ে শান্তির জন্য করা চুক্তি বাস্তবায়ন না করে ৯৭ সালের পূর্বের অবস্থানে ফেরত নিয়ে যেতে চায় একটি পক্ষ। সংঘাত ও অশান্তির দিকে ধাবিত করতে চায় তারা। যার ফল কোনভাবেই ভালো হবে না। তিনি আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসন থেকে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস নির্বাচনে অংশ নেয়ার ঘোষনাও দেন। যদিও নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। 

মঙ্গলার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষ রাঙামাটিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এ কথা বলেন।
শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব কনে জেএসএসের জেলা শাখার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমা। বিশেষ অতিথি ছিলেন, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রোমেন চাবমা। স্বাগত বক্তব্যে দেন জেএসএসের জেরা শাখার সাংগঠনিক সম্পাদক সুর্নিমল দেওয়ান। গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন হাজার নারী পুরুষ অংশ নেন।
গণসমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া লাগলেও সেই হাওয়া পার্বত্য চট্টগ্রামে লাগেনি। আগের মতোই শাসিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভুমি সমস্যা বেড়েই চলেছে। যুক্তি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানগুলো কার্যকর না হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তাই দ্রুত পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করতে আহবান জানান তারা।
এদিকেম, পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা অনুস্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নূরুল আলম, চঞ্চু চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাইপ্রু মারমা, জাতীয় মানবধিকার কশিনের সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ফদাংতাং রান্দাল।
--হিলবি২ি৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত