টেশিভিশন সাংবাদিকতায় পেশাগত উন্নয়নের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে যুমনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম শামসুল আলম সভাপতি ও সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের প্রতিনিধি সত্রং চাকমা ও নিউজ ২৪ এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুকে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সোমবার সকালে বনরুপার একটি রেস্তোরাঁয় রাঙামাটিতে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতে এ সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সকলের মতামতে ভিত্তিতে বিজয় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মোঃ আলমগীর মানিক, সহ-সভাপতি এসএ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. সোলায়মান ও যুগ্ম সম্পাদক আর টিভির রাঙামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর রাঙামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিক, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি ও প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের রাঙামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত কমিটি ছয় মাসের জন্য দায়িত্ব পালন করে যাবেন।
সভায় উপস্থিত সবাই টেশিভিশন সাংবাদিকতায় পেশাগত উন্নয়নের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিরাপত্তা নিশ্চিতের জোর দেওয়ার পাশাপাশি সংবাদ প্রচারে সমন্বয়, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে বলে আশা ব্যক্ত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.