খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ গড়তে বদ্ধ পরিকর। তার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর স্বপ্ন ও দূরদর্শী চিন্তায় এগোতে হবে।
পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) কর্তৃক কমলছড়িস্থ নিজস্ব ক্যাম্পাসে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
সোমবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পিবিএম কমলছড়ি ইউনিয়নস্থ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বত্য বৌদ্ধ মিশন সভাপতি ভদন্ত সুমনালংকার মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী পার্বত্য বৌদ্ধ মিশনের নানামুখী জনহিতকর কর্ম উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক পদক্ষেপের প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা, খগেশ্বর ত্রিপুরা এবং শতরূপা চাকমা উপস্থিত ছিলেন।
এসময় তিনি পিবিএম পরিচালিত ডিপ্লোমা মেডিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সুবিধার্থে খাগড়াছড়ি সদর হাসপাতালে ব্যবহারিক ক্লাশের ব্যবস্থা এবং ইনস্টিউটের মান্নোয়নের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ফান্ড থেকে ১০ মেট্টিক টন খাদ্যশস্য বরাদ্দ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.