নেপালে ভুমিকম্পের নিহতের স্মরনে ও আহতদের সুখ ও শান্তি কামনায় খাগড়াছড়িতে প্রার্থনা

Published: 05 May 2015   Tuesday   

নেপালে ভয়াবহ শক্তিশালী ভুমিকম্পের নিহতের স্মরণে ও আহতের সুখ-শান্তি কামনা করে মঙ্গলবার খাগড়ছড়িতে বৌদ্ধ  ধর্মালম্বীরা প্রার্থনার আয়োজন করে।

 

ঐতিহ্যবাহী বড় য়ংড বৌদ্ধ বিহারের বৌদ্ধ প্রাঙ্গনে বৌদ্ধ নর-নারীরা ”আমহং ঠং ভং সাবোং-সাংখেইং”, পিন্ড দান, পুষ্প পূজা, বাতি প্রজ্বলন’ করে প্রার্থনা করা হয়। এর পর সমবেত দায়িক-দায়িকারা সকলেই পঞ্চশীল গ্রহন করেন। জেলার মং সার্কেল রাজ পাড়া, পান খাইয়া পাড়া, গোলাবাড়ী রাজ্যমনি পাড়া, কালাডেবা, দক্ষিণ গোলাবাড়ি, অর্পনা চৌধুরী পাড়া, আপার পেড়াছড়া, ধর্মঘর,গঞ্জপাড়া, সাত ভাইয়া পাড়াসহ বিভিন্ন এলাকার সাধারন ব্যক্তিরা অংশ গ্রহন করেন ।

 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা প্রাক্তন মহিলা ভাইস-চেয়ারম্যান বাশঁরী মারমার নেতৃত্বে প্রার্থনায় নেপাল ভুমিকম্পের ব্যাপক ক্ষতিগ্রস্থ সকল বৌদ্ধ সম্প্রদায়ের পাশে দাড়াঁনো আহবান জানান । মানবিক বিবেচনায় একে-অপরকে সহানুভূতি ও আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্যও অনুরোধ করেন ।

 

 

খাগড়াছড়ি গোলবাড়ি মহিলা সমিতি’র সভানেত্রী চামেলী মারমা (মিস্যাংপ্র“) জানান, পাহাড়ী অঞ্চল নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে তাতে অসংখ্য মানুষ হতাহত হয়। পাশাপাশি লাখ লাখ নেপালির ঘর-বাড়ি ও আশ্রয় স্থান হারান । আজো তারা খোলা আকাশে নিচে চরম দুঃখ-দুর্দশায় দিন কাটাচ্ছে । নেপালের ক্ষতিগ্রস্থ জনগন যাতে এ শোককে শক্তিতে এবং ক্ষতি সামলে উঠতে পারে আমরা এই পবিত্র মন্দিরের সমাবেত প্রার্থনার আয়োজন করেছি।

 

উল্লেখ্য, গত ২৫এপ্রিল নেপালে ভয়াবহ ভুমিকস্পে ৭ হাজারের অধিক  নিহত ও  হাজার হাজার মানুষ আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত