মহালছড়িতে চলছে দু’দিনব্যাপী রাস মহোৎসব

Published: 07 Nov 2014   Friday   

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দিরে দু’দিনব্যাপী চল্লিশতম সার্বজনীন রাস মহোৎসব চলছে।উৎসবটি সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি চাকমা-মারমাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। উৎসবে দেশের বিখ্যাত কীর্ত্তনিয়া দলের অংশগ্রহণে নাম সংকীর্ত্তনের সাথে রাতভর পরিবেশিত হয় ভগবান শ্রী কৃষ্ণের ‘রাসলীলা’। উৎসবে আগত সব মানুষকে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে অবিরাম মহাপ্রসাদ (নিরামিষ ভাত-তরকারী) পরিবেশন করা হয়।মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন শীল জানান,১৯৭২ সাল থেকে মহালছড়িতে সার্বজনীন এই রাস উৎসব হয়ে আসছে। উৎসব উপলক্ষে মেলাঙ্গনে আয়োজন করা হয় লোকজ মেলার।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত