কেপিএমে পুরোদমে উৎপাদন শুরু

Published: 06 May 2015   Wednesday   

কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) উৎপাদন পুরোদমে শুরু হয়েছে।

 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুটি ট্রান্সফরমার আগুনে পুড়ে বিকল হয়ে পড়ায় মিলের উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়।

 

 মিলের জিএম প্রশাসন মো. আনোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে মিল অভ্যন্তরের দুটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে মিলের ডাইজেস্টার ও কেমিক্যাল শাখা বন্ধ হয়ে পড়ে। ফলে কাঁচামাল দিয়ে কাগজ উৎপাদন বন্ধ থাকলেও পাল্প এবং অকেজো কাগজ দিয়ে সীমিত আকারে উৎপাদন সচল রাখা হয়। পরবর্তীতে মিলে রক্ষিত অব্যবহৃত ট্রান্সফরমার পুনঃস্থাপন করার পর গত ১ মে থেকে উৎপাদন শুরু হয়। তবে পুরোদমে উৎপাদন শুরু হয় গত মঙ্গলবার রাত থেকে। ওই দিন তিনটি মেশিনে কাগজ উৎপাদন হয় ৪২ মে. টন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত