বাংলাদেশ টেলিভিশনের মহা পরিচালক মোঃ আব্দুল মান্নান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বাংলাদেশ টেলিভিশন কাজ করে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে বাংলাদেশ টেলিভিশন ৬ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করতে যাচ্ছে। এর ফলে এখানকার ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ড সমূহ আরো বেশী করে প্রচার করা সম্ভব হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ টেলিভিশন , রাঙামাটির উপকেন্দ্রের রক্ষন প্রকৌশলী হেলাল লুল আহমেদ, জেলা সংবাদ প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
মহাপরিচালক আরো বলেন বাংলাদেশ টেলিভিশন রাস্ট্রীয় গণমাধ্যম হিসেবে দেশের উন্নয়নসহ ইতিবাচক সংবাদ এবং অনুষ্ঠান প্রচার করে আসছে। স্বাস্থ্য, চিকিৎসা, নারীর ক্ষমতায়ন বিষয়ের পাশাপাশি দেশে জঙ্গীবাদের বিরুদ্ধে সাধারন জনগনকে সচেতন করার কাজ করে যাচ্ছে। দেশের জনগনের কাছে বাংলাদেশ টেলিভিশন এর দায়বদ্ধতা আছে বিধায় শুধুমাত্র বানিজ্যিক উদ্দেশ্যে বিটিভি চলতে পারে না।
এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশন এর রাঙামাটি উপকেন্দ্র পরিদর্শন করেন । এ সময় তিনি পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকা সমূহে বিটির টেলস্টিরিয়াল সম্প্রচার যাতে দর্শক দেখতে পারে সে লক্ষ্যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.