বান্দরবানে সেনাবাহিনীর জিপ খাদে: চালকসহ আহত ৯

Published: 07 May 2015   Thursday   

বান্দরবানের থানছি-আলীকদম অভ্যন্তরিন সড়কের সেনাবাহিনীর জীপ খাদে পড়ে চালক’সহ ৯ জন আহত হয়েছে। খবর পেয়ে আহত সেনাসদস্যদের উদ্ধার করে হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা, চট্টগ্রাম সম্মলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরো দিকে থানছি উপজেলায় প্রায় পচিশ ফুট উচ্চতায় দেশের সবচেয়ে উচু সড়কের ২৮ কিলোমিটার নামকস্থানে এলাকায় এ ঘটনা ঘটেছে।


জানা যায়, থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার সড়কের ডিম পাহাড়ের কাছে সেনাবাহিনীর স্কট পাটির একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জিপের চালকসহ ৯জন গুরুতর আহন হন। আহতদের মধ্যে ৬জনকে বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকায় এবং অপর ২জনকে চট্টগ্রাম সম্মিলিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অপর একজনকে বান্দরবান সামরিক হাতপাতালে(এমডিএস) ভর্তি করা হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত ৬জনের নাম হচ্ছে, করপোরাল কামারুজ্জামান, সৈনিক মোখলেস সৈনিক রাজু, সৈনিক চঞ্চল, সৈনিক আক্তার ও ল্যান্স করপোরাল মুজাহিদ। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া ২জন হচ্ছেন, ল্যান্স করপোরাল মুহাম্মদ করিম ও সৈনিক হারুন। বান্দরবান সামরিক হাসতাপালে ভর্তি হয়েছেন সাজের্ন্ট ইব্রাহিম।


প্রসঙ্গত: চলতি মাসের যে কোনোদিন সেনাবাহিনীর প্রকৌশল শাখা নির্মিত একশ ২০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটারের দেশের সবচেয়ে উচু সড়কপথের আনুষ্ঠানিক উদ্ধোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারই ধারাবাহিকতায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সড়কটি পরিদর্শণের যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত