রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী

Published: 08 May 2015   Friday   

রাঙামাটিতে শুক্রবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পতাকা উত্তোলন শেষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

 

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্য্য নির্বাহী সদস্য, আজীবন সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্যনির্বাহী সহ-সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্য ডা. গঙ্গাঁমানিক চাকমা, প্রাক্তন সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোঃ সায়েম, সদস্য ও রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, সাংবাদিক মোঃ জসিম উদ্দীন ও শামীমারা বেগম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন  রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক এম বখতেয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, মানব সেবা নিয়ে রেড ক্রিসেন্ট যেভাবে কাজ করছে সে ধরনের সেবার মনোভাব সৃষ্টি করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের  বেশী উদ্বুদ্ধ করতে হবে। কারণ তারা আগামী দিনের দেশের কর্ণধার। বিদ্যালয় থেকে তাদের পড়ালেখার পাশাপাশি মানব সেবায় নিয়োজিত করতে পারলে দেশে হানাহানি হবে না। দেশ অনেক দূরে এগিয়ে যাবে।

 

তিনি আরও বলেন, সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের দূর্যোগে বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের একটি দল আহত ও নিহতদের সেবা প্রদানে সেখানে নিয়োজিত রয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি সুনামের বিষয়। এ ধরনের সকল দূর্যোগপূর্ন পরিস্থিতি মেকাবেলা করতে তিনি রেড ক্রিসেন্টের পাশাপাশি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি প্রতিটি উপজেলায় রেড ক্রিসেন্টের কমিটি গঠনের মাধ্যমে মানব সেবার মনোভাব গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত