বান্দরবানে পদমু আবাসিক বিদ্যালয় ভবন উদ্ধোধন

Published: 09 May 2015   Saturday   

শনিবার বান্দরবান সদরের উজানী পাড়া পদমু মহা বৌদ্ধ বিহারের আবাসিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫ লক্ষটাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, সহ প্রকৌশলী বাবু জীবেন্দ্র লাল বড়ুয়া, প্রকৌশলী মোঃ এরশাদ, পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মংক্যাচিং চৌধুরী,বোমাং রাজ পুত্র চহ্লাপ্র“ জিমি,সাচপ্র“ প্রকাশ (ব্রিগেডিয়ার) সুয়ালক ইউনিয়ানের হেডম্যান মংথোয়াইচিংসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

 

প্রতিমন্ত্রী উপস্থিত বৌদ্ধ ধর্মালম্বিদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদ পুষ্ট হওয়ার কারনে বৌদ্ধ বিহার এলাকায় তিনি এ কাজ করতে সমর্থ হয়েছেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার একটি অসম্প্রদায়িক সরকার। এ সরকারের কাছে কোন ধর্মালম্বী বড় কথা নয়্ বড় কথা হচ্ছে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আগামীতে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

 

তিনি আরো বলেন বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের জনগনের উন্নয়নের ব্যাপারে সবসময় সজাগ  রয়েছে। তিনি সরকারের এ অগ্রগতির কাজকে এগিয়ে নেয়ার জন্য সরকারের সকল উন্নয়ন মুলক কাজ করার জন্য সহযোগীতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত