শনিবার খাগড়াছড়িতে ‘সনাতন ছাত্র-যুব পরিষদ-খাগড়াছড়ি’র নব-গঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও পার্বত্য জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ জাহেদুল আলম, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খগেশ্বর ত্রিপুরা, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এড. বিধান কানুনগো, সমাজকর্মী নির্মল কান্তি দেব, স্বপন চৌধুরী, শেখর সেন, রবি দে এবং প্রভাত তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সমাজের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে ছাত্র-যুবকদের ভূমিকা অনস্বীকার্য্য। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা আর শ্রমের বিণিময়েই দেশ ও জাতির সোনালী ভবিষ্যত নির্মিত হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.