রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে ভূমি অধিগ্রহন বাতিলের দাবীতে মানববন্ধন

Published: 10 May 2015   Sunday   

রোববার রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে জেলা প্রশাসনের ভুমি হুকুম দখল নোটিশ বাতিলের দাবীতে গতকাল ঝগড়াবিল এলাকাবাসী মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত ফেস্টুন-ফোস্টার নিয়ে ঝগড়াবিল এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন অংশ নেন। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার মুরুব্বী মিলন কান্তি চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রিন্টু চাকমা ও ঝগড়াবিল ভুমি রক্ষা ও সংরক্ষন কমিটির সদস্য সচিব অসীম চাকমা। মানববন্ধন চলাকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমার নেতৃত্বে ঝগড়াবিল এলাকায় প্রশাসনের ভূমি হুকুম দখল বাতিলের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, কাপ্তাই বাধ, পর্যটন এবং বিজিবি ক্যাম্প সম্প্রসারণের ফলে ঝগড়াবিল এলাকাবাসী বিগত সময়ে তিন বার উচ্ছেদের শিকার হয়েছেন। এবার উচ্ছেদ হলে তারা চারবারের মত উচ্ছেদের শিকার হবেন। এলাকাবাসী আর উচ্ছেদের শিকার হতে চান না।


বক্তারা আরও বলেন, বর্তমানে সরকার আবারও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষে ১শ একর জমি অধিগ্রহন নামে ভূমি হুকম দখল নোটিশ জারী করে পাহাড়ীদের উচ্ছেদের পায়তারা করছে। বক্তারা অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রন ও ভূমির হুকুম দখলের মামলার নোটিশ বাতিলের দাবী জানান। অন্যথায় এলাকাবাসী তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত