খাগড়াড়ি-ঢাকা সড়কে ট্রাক উল্টে গিয়ে যান চলাচল বন্ধ থাকার ৫ ঘন্টার পর স্বাভাবিক

Published: 11 May 2015   Monday   

খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের আলুটিলা শিলাছড়ি বড়ব্রীজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে  বিকল হয়ে পড়ায় সোমবার সকাল ১০টা থেকে খাগড়াছড়ি জেলার সাথে সারা দেশের সকল প্রকার সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে। এতে সড়কের দু’পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে থাকায় চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর রুবায়েতের নেতৃত্বে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্বারের পর বিকাল নাগাদ সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

 

বড়ব্রীজ এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী একটি বাসকে সাইট দিতে  গিয়ে আমের চারা ভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে কোন হতাহত না হলেও যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত