বাংলাদেশ ছাত্রলীগ, কার্যনির্বাহী সংসদ ঘোষিত খাগড়াছড়ি পার্বত্য জেলা ছাত্রলীগের সম্মেলন ১লা জুন অনুষ্ঠিত হবে । কাউন্সিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার জেলা শহরের একটি রেষ্টুরেন্টে এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । বর্ধিত সভার সিদ্ধান্তক্রমে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ নুরুউল্লাহ হিরুকে আহবায়ক করে ৩৫সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে ।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক পাজেপ সদস্য মংশিপ্র“ চৌধুরী অপু, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল আলম, উপ-দপ্তর সম্পাদক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা, জেলা আ’লীগের সদস্য তাপস ত্রিপুরা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারন সম্পাদক কেএম ইসমাইল হেসেনসহ ছাত্রলীগের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ । সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মংসাপ্র“ মারমা ।
এদিকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মংসাপ্র“ মারমা স্বাক্ষরে এক বিবৃতিতে জানান, বর্ধিত সভায় সকলের সিদ্ধান্তক্রমে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এড.মোহাম্মদ নুরইল্লাহ হিরুকে আহবায়ক করে ৩৫সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন তন্ত্র মোতাবেক অনুমোদন করা হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.