প্রথাগত শাসন ব্যবস্থায় নারীর ন্যায় বিচার নিশ্চিতকরনে কার্যকর পদক্ষেপ চাই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী রাঙামাটিতে ৯ম পার্বত্য নারী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক-এর উদ্যোগে আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক-এর কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালীকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোস্তফা জামান, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় ও মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা প্রমুখ। প্রথাগত শাসন ব্যবস্থা ও নারীর ন্যায় বিচার শীর্ষক ধারনাপত্র উপস্থাপন করেন সন্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। স্বাগত বক্তব্যে দেন উত্তরা ত্রিপুরা। এর আগে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সন্মেলন উদ্ধোধন করেন। সম্মেলনে তিন পার্বত্য জেলা তিন শতাধিক আদিবাসী নারী অংশগ্রহণ করেন।
সন্মেলনে বক্তারা আদিবাসী নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আদিবাসী নারীর সম অধিকার সংরক্ষনের লক্ষ্যে প্রথাগত আইন বিশ্লেষন করে যুগোপযোগী করা,সম্পত্তিতে আদিবাসী নারীর উত্তরাধিকার নিশ্চিত করা, প্রথাগত বিচার কার্যক্রমে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, প্রথাগত প্রতিষ্ঠানেযোগ্যতা ভিত্তিতে নারীদেও নিয়োগে অগ্রাধিকার ও আদিবাসী নারীদের উপর সহিংসতা কন্ধের বিশেষ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
দ্বিতীয় অধিবেশনে তিন পার্বত্য জেলার নারী নেতৃবন্দ বক্তব্যে রাখার পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.