রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডায়রিয়া আক্রান্ত এলাকা শুক্রবার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। এসময় তিনি ডায়রিয়া আক্রান্তদের খোঁজ খবর নেন ও আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেন।
উল্লেখ্য, তীব্র গরম ও বিশুদ্ধ পানির অভাবে বুধবার বিকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৩টি গ্রামে বুধবার বিকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬জন মারা যান এবং শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হন। এতে চাইল্ল্যাতলীর কুশিলা ত্রিপুরা, স্বামী-বংকিম ত্রিপুরা, পতিনী ত্রিপুরা, স্বামী- দাই কুমার ত্রিপুরা, দাই কুমার ত্রিপুরা, পিতা-সান্তুু কুমার ত্রিপুরা, শিলছড়ির গরেন ত্রিপুরা, পিতা- আনন্দ মোহন ত্রিপুরা ও শিয়ালদহের বাতো ত্রিপুরা ও ভদ্রা ত্রিপুরা মারা যান।
জানা গেছে, সাজেক ইউনিয়নের ৩টি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় শুক্রবার পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ পরিবারকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার, মাচালং অস্থায়ী কমিউনিটি ক্লিনিকে আক্রান্ত রোগীদের ১০হাজার ও ত্রিপুরা কল্যাণ ছাত্রাবাস সেবা আশ্রমে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা বিনামূল্যে ঔষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছন। এছাড়া চেয়ারম্যান দূর্গম শিয়ালদহ গ্রামে আক্রান্ত রোগীদের জন্য পৌঁছে দিতে ঔষুধ ও শুকনো খাবার সাজেক বিজিবি কর্মকর্তাদের হাতে তুলে দেন। রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ঔষুধ, শুকনো খাবর ও রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেনের পক্ষ থেকে মৃত ৬ পরিবাদের ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় পরিষদচেয়ারম্যান সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিে পরিষদ সদস্য সান্তনা চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এম বখতেয়ার, রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, আবু শাহাদাৎ মোঃ সায়েম, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা, সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখায়াত হোসেন রুবেল উপস্থিত ছিলেন।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নগদ অর্থ ও বিনামূল্য ঔষধ বিতরনকালে চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলাধীন প্রত্যন্ত সাজেক ইউনিয়নে ডায়রিয়া দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দানের আশ্বাসসহ মেডিকেল টিম গুলোকে চিকিৎসা সেবা নিশ্চত করনের নির্দেশ দেন। ।
ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত ৬জনের আত্বার প্রতি শান্তি কামনাসহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিষদ চেয়ারম্যান বলেন,আর একটি রোগীও যেন বিনাচিকিৎসায় মারা না যায়। তিনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় থাকা ডায়রিয়া প্রাদুর্ভাবে আক্রান্ত সকল রোগীদের সম্ভাব্য একই স্থানে চিকিৎসা দানের ব্যাবস্থাসহ দ্রত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
তিনি দুর্গম শিয়ালদাইলুই ও চাইল্যাতলী এলাকায় যোগাযোগ দূরাবস্থার জন্য সরজমিনে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং ৩৯বিজিবি’র রুইলুই পাড়া সাজেক বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কমান্ডার’র হাতে শিয়ালদাই ও চাইল্যাতলী এলাকার ডায়রিয়া দূর্যোগে আক্রান্ত রোগীদের জন্য বেশ কিছু ঔষধপত্র তুলে দেন। তিনি শিয়ালদাই ও চাইল্যাতলী এলাকায় আক্রান্ত রোগিদের পাশে দাড়িঁয়ে চিকিৎসা সেবা দান ও ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বাগাইহাট জোন ও ৩৯বিজিবি’র ভূয়াশী প্রশংসা করেন এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ক্ষতিগ্রস্থ এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রাখায় সন্তোষ প্রকাশ করেন।
এদিকে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার প্রতীক সেনের নেতৃত্বে ৪জনের একটি মেডিকেল টিম সাজেকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.