উপজেলা সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।
শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলাধীন কৃষি গবেষণা এলাকায় দোকান ঘেরাও করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ইউপিডিএফ সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটক করে। এসময় তিনি কৃষি গবেষণা এলাকায় একটি দোকানে বসে এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলছিলেন।
প্রেস বার্তায় অন্যায় ধর-পাকড়ের উদ্বেগ প্রকাশ করে বলা হয়,সরকার ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে আইন-শৃংখলা বাহিনী দিয়ে নেতা-কর্মীদের ধরপাকড় ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইউপিডিএফ নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগণের উপরও ব্যাপক নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে।তবে অন্যায় দমন-পীড়ন চালিয়ে ইউপিডিএফ তথা জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্ধ করা যাবে না।
প্রেস বার্তায় অবিলম্বে চরণসিং তঞ্চঙ্গ্যাসহ এ যাবত আটককৃতদের নিঃশর্ত মুক্তি, অন্যায় ধর-পাকড় বন্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.