রাঙামাটি শহরের রিজার্ভ বাজাস্থ একটি আবাসিক হোটেল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আসমা(৩২)। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের সঙ্গীয় হাসান ও হোটেল ম্যানেজার পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত ১২ মে পর্যটক হিসেবে হাসান ও আসমা স্বামী-স্ত্রী নাম দিয়ে শহরের রিজার্ভ বাজারের লেক সিটি আবাসিক হেটেলের ২২নং রুম ভাড়া নেয়। শুক্রবার সকালের দিকে রুমের দরজা না খুললে সন্দেহ হলে সন্ধ্যায় কতোয়ালী থানা পুলিশকে খবর দেয় হোটেল থেকে। পরে পুলিশের একটি দল হোটেলে গিয়ে দেখতে পায় রুমে তালা দেয়া রয়েছে। পরে পুলিশ রুমের তালা ভেঙ্গে দেখতে পায় বিছানার উপর এক মহিলার লাশ পড়ে রয়েছে। মহিলা লাশের মুখে রক্ত ও ফেনা ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। হোটেলের রেজিষ্ট্রার খাতায় হাসানের ঠিকানা লেখা ছিল কুমিল্লার কোর্ট বাড়ী থানা,গঞ্জমতি এলাকায় এবং বাবার নাম ছিল আব্দুল অজুদ।
এদিকে মহিলার লাশ উদ্ধারের সময় তার সঙ্গীয় হাসান ও হোটেলের ম্যানেজার কাউকে পাওয়া না গেলেও শিল্পী নামের হোটেলের এক ঝাড়ুদার ছিল। এ সময় পুলিশ শিল্পীকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। পরে শিল্পী ভয় পেয়ে সবার অগোচরে হোটেলের চারতলার একটি জানালা দিয়ে কাপ্তাই হ্রদের পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এতে সে হ্রদের পানিতে পড়ে গেলে মারাত্নক আহত না হলেও হাতে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, শুক্রবার রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় হানিফ নামের এক যুবকের লাশ গলায় ফাস লাগানো অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। তার বাবার নাম শহর আলী। মৃত হানিফ একজন মানসিক রোগী বলে জানা গেছে।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, ঘটনাটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় কিছু জুসের বোতল উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে জুসের মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা হতে পারে। ময়নাদন্তের রিপোর্ট পাওয়ার হত্যাকান্ড কিনা জানা যাবে। ঘটনার পর মৃত মহিলার সঙ্গীয় হাসান ও হোটেলের ম্যানজার পলাতক রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.