রাঙামাটির বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নে সরকার পাড়া এলাকায় শনিবার বজ্রপাতে নাজমা আক্তার(৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু ও দুজন আহত হয়েছে।
বরকল পুলিশ জানায়, শনিবার সকালের দিকে বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের সরকার পাড়া এলাকার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত বয়ে যায়। এ সময় গৃহবধূ নাজমা আক্তার ও তার দুই মেয়েকে নিয়ে বাড়ীর উঠানে কাজ করার সময় আকস্মিক ব্রজপাত হয়। এতে বজ্রপাতে গৃহবধূ নাজমা আক্তার এবং তার দু মেয়ে ময়না খাতুন(১৬) ও কুসলুম আক্তার(১৪) আহত হয়। ঘটনার পর পর স্থানীয় লোকজন তাদের বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তারকে মৃত ঘোষনা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরকল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতে এক মহিলা মৃত্যু এবং অপর দুজন আহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.