লামায় অস্ত্রের মুখে ৫জনকে অপহরন করেছে দুর্বৃত্তরা

Published: 16 May 2015   Saturday   

বান্দরবানের লামায় ফাঁসিখালী ইউনিয়নের ২ আদিবাসীসহ ৫জনকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। শনিবার সকাল ৭ টার দিকে ফাঁসিখালী ফকিরাখোলা সড়কে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন, মংপ্রু মার্মা (২২), মংসাইয়ই মার্মা (২০), নাছির উদ্দিন (৪০), রুবেল (২০) ইব্রাহীম (৩৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে মংপ্রু মার্মা ও মংসাইয়ই মার্মা প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজে হারখাজা থেকে লামা পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরাখোলা সড়ক এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে দুই জনকে আটক করে রাখে। পরে একটি চাঁদের গাড়িতে করে গাড়ির মালিক নাছির উদ্দিনসহ, ড্রাইভার ইব্রাহীম ও হেল্পার রুবেল ওই রাস্তা দিয়ে লামা পৌর শহরের দিকে যাওয়ার পথে তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে দূর্গম এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। 

 

২৮৬নং ফাঁসিয়াখালী মৌজা হেডম্যান মংথুইপ্রু মারমা ও স্থানীয় সাংবাদিক মংছিংপ্রু মারমা জানান, দূর্বৃত্তরা মংপ্রু শ্বশুরের কাছে মুঠোফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে। 

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,৫ ব্যবসায়ীদেরকে অপহরণ করেছে বলে শুনেছি। কে বা করা এ অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। অপহৃদের উদ্ধারের চেষ্টা চলছে।অপহৃতদের উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 ---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত