খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে আড়াই মাইল নামক স্থানে অজ্ঞাত সন্ত্রাসী গুলিতে সেনা বাহিনী সাবেক সার্জেন নিহত হয়েছে। তার নাম সতীন্দ্র লাল ত্রিপুরা(৫৫)। তিনি আড়াই মাইল হাদুক পাড়ার বাসিন্দা ব্রজেন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদরের আড়াই মাইল নামক স্থানে সাবেক সেনাবাহিনী সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরাকে শনিবার সকাল ১১টা দিকে একদল দুর্বৃত্ত গুলি করে মৃত্যুর নিশ্চিত জেনে স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন খবর দেয়ার পর পুলিশ খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে ধর্মঘর এলাকায় স’মিল সংলগ্ন ছড়ার পাশ্ববর্তী এলাকা সতীন্দ্র লাল ত্রিপুরার লাশ রক্তাক্ত উদ্ধার করে। লাশ ময়নতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, ৪নং পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা , সদর ওসি মোঃ সামসুদ্দিন ভূইয়া ও ম্যাজিষ্ট্রেটসহ উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় নিহতের আত্বীয়-স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।
এদিকে, নিহতের বড় ছেলে রনি ত্রিপুরা জানান, শনিবার সকালে আড়াই মাইল ধর্মঘর দোকান থেকে তার ভাইকে মোবাইলে ডেকে নিয়ে যায়। খাগড়াছড়ি ছড়ার পাড়ে খালি ঘরটি ভাড়া নেয়ার কথা বলে উগ্রপন্থীরা তার ভাইকে গুলি করে হত্যা করেছে।
নিহতের ছোট ভাই মিহির লাল ত্রিপুরা ভারতীয় বিচ্ছিন্ন গ্রুপের উগ্রপন্থি এনএলএফটি’র সদস্যরা পরিকল্পিতভাবে তার ভাইকে মুঠোফোনে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে বলে দাবী করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ত্রাসীরা খুব কাছে থেকে মাথার পিছনে দিক হতে গুলি করায় কপালে সামনে থেকে গুলিটি বেরিয়ে গেছে। এতে তার প্রচুর রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা রুজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.