রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন

Published: 17 May 2015   Sunday   

রোববার  রাঙামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিউটিফিকেশন, ড্রাইভিং মেন্টানেন্স, মোবাইল ফোন সার্ভিসিং ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলানায়তনে অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিউল্ল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চান মুনি তংচঙ্গ্যা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর রেজাউল হক, সদর উপজেলার প্রশিক্ষানার্থী মোস্তাক আহম্মেদ ও বিলাইছড়ি উপজেলার প্রশিক্ষানার্থী মুক্তা চাকমা। অনুষ্ঠান শেষে পরে পরিষদসহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান যুবদের বাদ দিয়ে দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুবরাই দেশের শক্তি আগামী দিনের মানবসম্পদ আর এই সম্পদ বৃদ্দির জন্য বর্তমান প্রধানমন্ত্রী যুব অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষণ গ্রহণ শেষে তারা যেন দেশের সম্পদে পরিণত হয়।

 

তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আতœকর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদে পরিনত করতে বর্তমান প্রধানমন্ত্রী নতুন নতুন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ গ্রহণ করে যুবরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করে অন্য বেকার যুবকদের কাজে লাগাতে পারবে। তিনি বলেন, রাঙামাটির প্রত্যান্ত এলাকা থেকে আগত যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা জেলা পরিষদ সবসময় ধরে রাখবে। তিনি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সেলাই প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে ৩০টি সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত