মাটিরাঙ্গায় পঞ্চসেন ত্রিপুরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

Published: 18 May 2015   Monday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়  গণতান্ত্রিক যুব ফোরাম নেতা শহীদ পঞ্চসেন ত্রিপুরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।

 

পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুনীল চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কলেজ শাখার সাধারণ সম্পাদক সুনীল চাকমা ও গুইমারা থানা শাখার সহ-সভাপতি থুইহ্লাপ্রু মারমা।

 

এর আগে মাটিরাঙ্গা সদরে শহীদ পঞ্চসেন ত্রিপুরার অস্থায়ী স্মৃতি স্তম্বে পুষ্প স্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্যে দেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা।

 

অপরদিকে মাটিরাঙ্গা উপজেলা বাইল্যাছড়িতে পিসিপি’র বাইল্যাছড়ি আঞ্চলিক শাখা ও সেন্টপল স্কুল শাখা এবং গণতান্ত্রিক যুব ফোরাম যৌথভাবে শহীদ পঞ্চসেন ত্রিপুরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে  ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাইল্যাছড়ি আঞ্চলিক শাখার সভাপতি সুশীল ত্রিপুরা, সেন্টপল স্কুল শাখার সভাপতি অনিমেষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য রেহেনা চাকমা এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুব ফোরামের প্রতিনিধি সুমন্ত ত্রিপুরা ।  

 

সভায় বক্তারা বলেন, পঞ্চসেন ত্রিপুরা ছিলেন মাটিরাঙ্গা উপজেলার একজন একনিষ্ট সংগঠক। তিনি নিপীড়ন নির্যাতন, ভূমি বেদখল এবং পাহাড়ি নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদা সোচ্চার ছিলেন। তাই তার কার্যক্রমে ভীত হয়ে সরকার ও আইন-শৃংখলাবাহিনী পরিকল্পিতভাবে বোরকা পার্টির সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। বিপ্লবীদের হত্যা করলেও তাদের চেতনাকে হত্যা করা যায় না। শহীদ পঞ্চসেনের আত্মবলিদান কখনো বৃথা যেতে পারে না।

 

উল্লেখ্য, পঞ্চসেন ত্রিপুরা পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিজ বাড়িতে তিনি নিহত হন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত