খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে তিন ছাত্র-ছাত্রী আহত হয়েছে।
সোমবার এ ঘটনা ঘটেছে। আহতরা হর উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী রিপনা চাকমা, লোগাং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আরিফ হোসেন ও ২য় শ্রেণীর ছাত্র মেহরাজ ভূঁইয়া।
লোগাং ইউপি চেয়ারম্যন সমর বিকাশ চাকমা এর সত্যতা স্বীকার করে জানান,বেশ কয়েকদিন হল বেওয়ারিশ কুকুরে উপদ্রব দেখা দিয়েছে। এ ব্যাপারে পানছড়ি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, পানছড়িতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে শুনেছি। গত বছরের ন্যায় এবারও উপজেলা পরিষদের পক্ষ থেকে ভ্যাকসিন সরবরাহ করা হবে। তাছাড়া বেওয়ারিশ কুকুর নিধন কল্পে পদক্ষেপ এবং বিদ্যালয় পড়–য়াদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক দিক নির্দেশনা দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.