রোববার থেকে বান্দরবানে ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছে বান্দরবান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন শ্রমিকদের উপর হামলা, শ্রমিকদের হয়রানি ও মারধরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনে বান্দরবান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুব্রত দাশ ঝন্টু এ ধর্মঘটের ঘোষনা দেন। ৫টি রুটের মধ্যে হল বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-বাঘমারা, বান্দরবান-রুমা, বান্দরবান-থানছি ও বান্দরবান-বাঙ্গালহালিয়া। এসব রুটে রোববার সকাল থেকে বান্দরবান বাস, ট্রাক, জীপ, মাইক্রো, সিএনজি, মাহিন্দ্র চলাচল বন্ধ থাকবে।
সংবাদ সন্মেলনে এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল শুক্কুর, মো. ইলিয়াজ, মো. নুরুল আলম ও সমল দাস প্রমুখ।
উল্লেখ্য,মঙ্গলবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র নেতা প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলি করে আটক করার ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ও জীপসহ কয়েকটি গাড়ীতে ভাংচুর চালায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.