সভাপতি বাচ্চু চাকমা ও সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল চাকমা নির্বাচিত

Published: 22 May 2015   Friday   

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর কেন্দ্রীয় কমিটির ২০তম কাউন্সিল বৃহস্পতিবার বান্দরবানে সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রীয় পিসিপি নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাচ্চু চাকমা, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

 

পিসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুদিনব্যাপি পিসিপি ২০ তম কেন্দ্রীয় কাউন্সিলের শেষ দিনে শহরের নিকটবর্তী ফারুক পাড়া এলাকায়। অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতিত্ব করেন পিসিসি কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, শিক্ষা ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুলিমং মার্মা  ও পলাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ। এছাড়া কাউনিসেল পিসিসি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপি চলা কেন্দ্রীয় কাউন্সিলের অনুষ্ঠানের শেষে রাতে নতুন পিসিপি কমিটির সভাপতি হিসেবে বাচ্চু চাকমা, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে উবাসিং মারমাকে নির্বাচিত করা হয়েছে।

 

উল্লেখ্য, গত বুধবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ  চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় লারশা(সন্তু লারমা) দুদিন ব্যাপী কাউন্সিলের উদ্ধোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত