লামার গজালিয়া বাজারে আগুনে পুড়ে ২১ দোকান ভস্মিভূত

Published: 22 May 2015   Friday   

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি দোকান ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার  রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে  দোকানী দাবী করেছেন।

 

জানা  গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গজালিয়া বাজারের একটি চা দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে দোকান বন্ধ থাকায় আগুন নেভাতে দেরী হয়। পরে স্থানীয়  লোকজন ও দমলকল বাহিনী কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। লামা উপজেলা চেয়ারম্যান  থোয়াইনু অং চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। বান্দরবান জেলা পরিষদ, লামা উপজেলা পরিষদ ও গজালিয়া ইউনিয়ন পরিষদ যৌথ সহায়তার ক্ষতিগ্রস্তদের মাঝে জন প্রতি নগদ তিন হাজার টাকা, কম্বল ও চাল বিতরন করা হয়েছে

           

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীরা হলেন, আবুল খায়ের, সাহাবুদ্দিন, ডাঃ গোপাল, মোঃ ফরিদ, আবু সুফিয়ান, হ্লাক্যথোয়াইমার্মা, মোঃ শহীদুল, কাঞ্চন ধর, ডাঃ উএথোয়াই মার্মা, কাজল ধর, রনজিত চক্রবর্তী, আবুল হোছেইন, মোঃ নয়ন, মোঃ ওসমান, মোঃ শহীদ, মোঃ রহমান, মোঃ নুর আলম, মোঃ মনছুর আলম, রনজিত দাশ, সনজিত দাশ ও সোহরাব হোছেন।

 

এদিকে লামা  উপজেলার সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল গজালিয়া বাজার পরিদর্শন করে অ‎িগ্নকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে পার্বত্য মন্ত্রনালয়, বান্দরবান জেলা প্রশাসন ও  বান্দরবান জেলা পরিষদকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আহবান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত