রাঙামাটিতে বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী

Published: 29 Oct 2014   Wednesday   

 

 

 

রাঙামাটি জেলায় কাল বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে জামায়েতে ইসলামী জেলা শাখা। রাঙামাটির রাজ বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে এ প্রত্যাহার করা হয়েছে।বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সেক্রেটারী হারুনূর রশীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানান।বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ন্যায় হরতাল রাঙামাটিতে হরতাল আহ্বান করা। রাঙামাটির রাজ বন বিহারে কঠিন চীবর দানোৎসব থাকায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে কালকের বৃহস্পতিবার রাঙামাটি জেলায় হরতাল আওতামুক্ত করা হয়েছে। তবে আগামী ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত