সাংবাদিক প্রদীপ শশীর পরিবারের পাশে দাঁড়ালো জেলা পরিষদ

Published: 23 May 2015   Saturday   

মহালছড়িতে সেফটিক ট্যাংকের বিষ ক্রিয়ায় দৈনিক ভোরের কাগজ’র মহালছড়ি প্রতিনিধি প্রদীপ শশী চাকমাসহ তিন সহোদেরর মৃত্যুর ঘটনায় বিপন্ন পরিবারটির পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী নিহতদের গ্রামের বাড়ী মনারটেক গ্রামে গিয়ে নিহতদের মা-বাবা, স্ত্রী, সন্তান ও স্বজনদের সমবেদনা জানান।

 

পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান নগদ ৫০ হাজার টাকা অনুদান ছাড়াও পিতৃহারা শিশুদের লেখাপড়া চালিয়ে নিতে সাহায্য প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এসময় মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্য মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সা: সম্পাদক কানন আচার্য্য, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবির চৌধুরীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১৭ মে (রবিবার) গভীর রাতে সেফটিক ট্যাংকের বিষক্রিয়ায় সাংবাদিক প্রদীপ শশী চাকমাসহ তিন সহোদরের মৃত্যু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত